Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

আল্লাহু আকবার প্রতিবাদী ইসলামী সঙ্গীত লিরিক্স।Allahu Akbar Islamic Song Lyrics



 Singer : Abu Rayhan & Husain Adnan & Others

Lyric : Atikul Islam Tune : Abu Rayhan Sound Design : Shafin Ahmad Video Director : Abu Taher GFX : Abu Taher

আল্লাহু আকবার প্রতিবাদী ইসলামী সঙ্গীত লিরিক্স।Allahu Akbar Islamic Song Lyrics

যে স্লোগান ধ্বনিত হয় আরশে আজীম। যে স্লোগান মুমিন প্রাণে সাহস দেয় অসীম।
যে স্লোগান ধ্বনিত হয় আরশে আজীম। যে স্লোগান মুমিন প্রাণে সাহস দেয় অসীম।

সেই স্লোগান রুখে দেবে সাধ্য আছে কার,
শত বাঁধা সম্মুখে বলবো বারে-বার--
আল্লাহু আকবারআল্লাহু আকবারআল্লাহু আকবার
নারায়েতকবির"আল্লাহু আকবার" লিল্লাহিতাকবির আল্লাহ আকবর -
নারায়েতকবির"আল্লাহু আকবার" লিল্লাহিতাকবির আল্লাহ আকবর -
★ মুসলিম আমরা এক আল্লাহ্ করি ইবাদাত। মানিনা মানবোনা কোন জাহিলি মতবাদ।
মুসলিম আমরা এক আল্লাহ্ করি ইবাদাত। মানিনা মানবোনা কোন জাহিলি মতবাদ।
দুনিয়ার কাছে মাথা নত করিনা-- জালিমের খর্গতাপে আমরা ডরি না,
দুনিয়ার কাছে মাথা নত করিনা-- জালিমের খর্গতাপে আমরা ডরি না,
বীরের মত লড়ে যাবো উচু করে শীর--
নারায়েতকবির"আল্লাহু আকবার" লিল্লাহি তাকবির,আল্লাহ আকবর ---
নারায়েতকবির"আল্লাহু আকবার" লিল্লাহি তাকবির,আল্লাহ আকবর ---
★★ পৃথিবীর সব শুভ ফুল আমরা ফুটিয়েছি। সাম্যের সেই মহান বাণী আমরা শুনিয়েছি।
পৃথিবীর সব শুভ ফুল আমরা ফুটিয়েছি। সাম্যের সেই মহান বাণী আমরা শুনিয়েছি।
অস্থির বিশ্বে আবার সস্তি ফেরাতে, আয় তোরা ফিরে কোরআনের ছায়াতে,
অস্থির বিশ্বে আবার সস্তি ফেরাতে, আয় তোরা ফিরে কোরআনের ছায়াতে,
তবেই পাবে মুক্তি আসবে সোনালী ভোর --
নারায়েতকবির"আল্লাহু আকবার"
লিল্লাহি তাকবির,আল্লাহ আকবর --- নারায়েতকবির আল্লাহ আকবর ---
লিল্লাহি তাকবির,আল্লাহ আকবর ---

Watch On Youtube

২টি মন্তব্য:

Thanks For Your Comment

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ