Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

Assalam Sahaba Gojol Lyrics | আসসালাম সাহাবা গজল লিরিক্স | By Holy Tune

 yt1s youtube downloader

Assalam Sahaba Gojol Lyrics | আসসালাম সাহাবা গজল লিরিক্স | By Holy Tune


Assalam Sahaba(আসসালাম সাহাবা ) Gojol is Sung by Tahsinul Islam, Shamim Arman, Ahnaf Khalid, Fazle Elahi Sakib, Nasrullah & Atik Hasan. This music video Directed by  Abu Taher. Assalam Sahaba Lyric Written by Jafor Ahmad Rabi.This Gojol published on Youtube on  Jan 31, 2022.

Song Information:

Song : Assalam Sahaba
Singer : Tahsinul Islam, Shamim Arman, Ahnaf Khalid, Fazle Elahi Sakib, Nasrullah & Atik Hasan
Lyric : Jafor Ahmad Rabi
Tune : Sayed Ahmad
Record Label : Holy Tune Studio
Video Director : Abu Taher
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman


Assalam Sahaba Lyrics In Bengali:

দ্বীন কায়েমের উচু নিশানে 
রয়েছে যাদের নাম লেখা।
দ্বীন কায়েমের উচু নিশানে 
রয়েছে যাদের নাম লেখা।

ধন্য হলো যারা নবী পরশে,
ধন্য হলো যারা নবী পরশে।
সেই হলো সাহাবা।

আসসালাম আসসালাম,
আসসালম আসসালাম।
আসসালাম সাহাবা,
আসসালাম সাহাবা।

খন্দকে খায় বাড়ে উহুদে বদরে,
সেই রক্তের ঘ্রাণ আজও হায়।
রোজেলা ফুরাতীর ঝিলামের প্রান্তে, 
ঢেউ দোলে আজও লাল দরিয়ায়।


খন্দকে খায় বাড়ে উহুদে বদরে,
সেই রক্তের ঘ্রাণ আজও হায়।
রোজেলা ফুরাতীর ঝিলামের প্রান্তে, 
ঢেউ দোলে আজও লাল দরিয়ায়।


প্রতিটি ধূলিকণা থেকে যায় সোনা,
প্রতিটি ধূলিকণা থেকে যায় সোনা।
তোমাতে দেয় তারা মারহাবা।


আসসালাম আসসালাম,
আসসালম আসসালাম।
আসসালাম সাহাবা,
আসসালাম সাহাবা।


যুগে যুগে ইসলাম উত্থান-পতনে,
কত যে রক্তস্রোতে ভেসেছে।
কারবালা রঞ্জিত হোসেনের রক্তে,
কত তীর তালহা বিধেছে।


যুগে যুগে ইসলাম উত্থান-পতনে,
কত যে রক্তস্রোতে ভেসেছে।
কারবালা রঞ্জিত হোসেনের রক্তে,
কত তীর তালহা বিধেছে।


ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ,
ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ।
ধন্য রাসুলের সাহাবা ।

আসসালাম আসসালাম,
আসসালম আসসালাম।
আসসালাম আসসালাম ,
আসসালম আসসালাম।

আসসালাম সাহাবা,
আসসালাম সাহাবা।
আসসালাম সাহাবা,
আসসালাম সাহাবা।
আসসালাম সাহাবা,
আসসালাম সাহাবা।

Watch on YouTube

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks For Your Comment

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ