Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "www.gojollover.xyz"
Prio Nabi Gojol Gazi Anas Rawshan | নবীর শানে নাতে রাসুল | প্রিয় নাবী
Title: Prio Nabi II প্রিয় নাবী
Singer: Gazi Anas Rawshan
Lyric & Tune : Raihan Siddiquee
Record Label: Heaven Tune Studio Live
Composition: Joynal Abedian ekatto
Directed By-: Gazi Anas Rowshan
Prio Nabi Lyrics প্রিয় নাবী
ডুবে আছি তোমার প্রেমে, ওগো প্রিয় নাবি,
স্বপ্ন ডানায় চলে দূর নীলিমায়, আঁকছি তোমার ছবি,
ওগো প্রিয় নবী দেখা দিও তুমি, একবার হলেও স্বপ্ন মাঝে,
ওগো প্রিয় নবী দেখা দিও তুমি, একবার হলেও স্বপ্ন মাঝে,
ডুবে আছি তোমার প্রেমে, ওগো প্রিয় নবী
রোজ প্রভাতে তুমি ওগো স্নিগ্ধ ভোরেরও পবন,
সেই পবনে দুলে ওঠে আমার মনেরো ভুবন।
রোজ প্রভাতে তুমি ওগো স্নিগ্ধ ভোরেরও পবন,
সেই পবনে দুলে ওঠে আমার মনেরো ভুবন।
ওগো তোমায় নিয়ে ভাবি যখনি, যায় যে আমি ভুলে সবি।
ওগো তোমায় নিয়ে ভাবি যখনি, যায় যে আমি ভুলে সবি।
ডুবে আছি তোমার প্রেমে, ওগো প্রিয় নাবি,
স্বপ্ন ডানায় চলে দূর নীলিমায়, আঁকছি তোমার ছবি,
ওগো প্রিয় নবী দেখা দিও তুমি, একবার হলেও স্বপ্ন মাঝে,
ওগো প্রিয় নবী দেখা দিও তুমি, একবার হলেও স্বপ্ন মাঝে।
রাত আকাশে তুমি ওগো, জ্বলন্ত শুকতারা,
তব প্রেমে হৃদয় আমার হয়েছে যে দিশেহারা।
রাত আকাশে তুমি ওগো, জ্বলন্ত শুকতারা,
তব প্রেমে হৃদয় আমার হয়েছে যে দিশেহারা।
ওগো তোমায় নিয়ে ভাবি যখনি, যায় যে আমি ভুলে সবি
ওগো তোমায় নিয়ে ভাবি যখনি, যায় যে আমি ভুলে সবি।
ডুবে আছি তোমার প্রেমে, ওগো প্রিয় নাবি,
স্বপ্ন ডানায় চলে দূর নীলিমায়, আঁকছি তোমার ছবি,
ওগো প্রিয় নবী দেখা দিও তুমি, একবার হলেও স্বপ্ন মাঝে,
ওগো প্রিয় নবী দেখা দিও তুমি, একবার হলেও স্বপ্ন মাঝে,
ওগো প্রিয় নবী দেখা দিও তুমি, একবার হলেও স্বপ্ন মাঝে।
This is About us page of gojollover.xyz. Our website is an Islamic content and islaminc gojol lyrics, hadis and quran ayat reading and listening . We will working on bangladesh target visitor related task. and our content is bangla, Some content we provide english for international visitor.. Read More
Nice gojol
উত্তরমুছুন