Adhar Kobor Lyrics | আধার কবর লিরিক্স | Sayed Ahmad | Kalarab | HolyTune
Song: Adhar Kobor
Tune & Singer: Sayed Ahmad
Lyric: Sharmin Ritu
Video: Abu Bakar Siddik
Poster Design: Tawhid Jamil
Mentor: Sayed Ahmad & Muhammad Badruzzaman
Adhar Kobor Lyrics Bangla
নির্জন রাতে
ভাবনায় কাটে
প্রতি প্রহর।
কতটা গহীন
কালো হবে
আমার কবর।(২ বার)
আঁধার ঘরে
আপন করে,
ঝেঁলে দিও আলোরি নহর
ঝেঁলে দিও আলোরি নহর।
কতটা গহীন
কালো হবে
আমার কবর।
রোজ হাশরে শেষ
বিচারে সূর্য
কাছে আসবে,
টগবগিয়ে মাথার
মগজও তপ্ত হবে।(২ বার)
ক্ষমার ভারি দিয়ে
আপনও করে নিয়ে,
পার করে দিও সে হাশর
পার করে দিও সে হাশর।
কতটা গহীন
কালো হবে
আমার কবর।(২ বার)
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For Your Comment