Amar Mamu Khalu Nai Lyrics | আমার মামু খালু নাই লিরিক্স
Song Credit-
Song : Amar Mamu Khalu Nai
Tune & Singer : Muhammad Badruzzaman
Lyric: Monirul Islam Music
Director : Tanjim Reza
Record Label: Holy Tune Studio
Video Director: Alam Murshed
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Amar Mamu Khalu Nai Lyrics Bangla
আরে আমি বেকারআমার চাকরি নাইমামু-খালু নাই,ঘুষের টাকাও নাইএখন কি হবে উপায়আরে হায়,হায়,হায়কী করবো এখন।চাকরি চাইরে,চাকরি চাইরেচাকরি নাইরে,চাকরি নাইরে,চাকরি নাম্বার সোনার হরিণকথায় খুজে পাই।আমার মামু-খালু নাইচাকরি আমি কেমনে পাইকেমনে পাই।তাই তো দেশের বোঝা হয়ে ভবো ঘুরে দিন কাটাই।আমার মামু-খালু নাইচাকরি আমি কেমনে পাইকেমনে পাই।তাই তো দেশের বোঝা হয়েভবো ঘুরে দিন কাটাই।তুই তো,তুই তো,তুই তোপড়াশনায় ভালো ছিলিবিএ এমএ পাশ দিলি।পড়াশনায় ভালো ছিলিবিএ এমএ পাশ দিলি।সার্টিফিকেট সবই নিলি কত খানে সিভি দিলি,তবুও তোর চাকরি হয় না ভাইতবুও তোর চাকরি হয় না ভাই।আমার মামু-খালু নাইচাকরি আমি কেমনে পাইকেমনে পাই।তাই তো দেশের বোঝা হয়েভবো ঘুরে দিন কাটাই,তাই তো দেশের বোঝা হয়েভবো ঘুরে দিন কাটাই।মামু-খালু নাইচাকরি আমি কেমনে পাইকেমনে পাই।তাই তো দেশের বোঝা হয়েভবো ঘুরে দিন কাটাই।আবুল এ, ও আবুল কীআবুল ধুর কথায় কমু না।তুই কেমনে চাকরি পেলি রোজি ক্লাসে বকা খেলি।তুই কেমনে চাকরি পেলিরোজি ক্লাসে বকা খেলি।পাশ করলি ঠেলি-ঠুলিজবাব শুনে অবাক হয়ে যাই।এই খানে যে মা্মু-খালুর গন্ধ খুজে পাইএই খানে তো মা্মু-খালুর গন্ধ পাওয়া যায়।আমার মামু-খালু নাইচাকরি আমি কেমনে পাইকেমনে পাই।তাই তো দেশের বোঝা হয়েভবো ঘুরে দিন কাটাই,তাই তো দেশের বোঝা হয়েভবো ঘুরে দিন কাটাই।মামু-খালু নাইচাকরি আমি কেমনে পাইকেমনে পাই।তাই তো দেশের বোঝা হয়েভবো ঘুরে দিন কাটাইআহারে,আহারে,আহারে।স্বাধীনতার জয়ন্তীতে হয়না মেধার মূল্যায়নঅই মেধাবীর গরিব পিতা যাবে বলো কই এখন,স্বাধীনতার জয়ন্তীতে হয়না মেধার মূল্যায়নঅই মেধাবীর গরিব পিতা বলো যাবে কই এখন।ন্যায়ের মুখের সরাও ছাইমেধার সঠিক মূল্য চাইমেধার সঠিক মূল্য চাই।আমার মামু-খালু নাইচাকরি আমি কেমনে পাইকেমনে পাই।তাই তো দেশের বোঝা হয়ে ভবো ঘুরে দিন কাটাই।মামু-খালু নাইচাকরি আমি কেমনে পাই কেমনে পাই।তাই তো দেশের বোঝা হয়ে ভবো ঘুরে দিন কাটাইতাই তো দেশের বোঝা হয়ে, ভবো ঘুরে দিন কাটাইতাই তো দেশের বোঝা হয়ে ভবো ঘুরে দিন কাটাই।পড়া লেখা করে যে গাড়ি ঘোড়া চরে সেএই কথাটা ছিলো নাকি বইয়েতে।ঠিক না বেঠিক।বাস্তব জিবনে পড়া লেখা কিছু নাফাইনালে চাকরিটা জোটে না ।হ্যাঁ ঠিক ঠিক।
সমাপ্ত
Watch on YouTube
Nice gojol
উত্তরমুছুনNice
উত্তরমুছুন