Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

Amar Mamu Khalu Nai Lyrics | আমার মামু খালু নাই লিরিক্স

Amar Mamu Khalu Nai Lyrics | আমার মামু খালু নাই লিরিক্স 



Song Credit-

 Song : Amar Mamu Khalu Nai
Tune & Singer : Muhammad Badruzzaman 
Lyric: Monirul Islam Music 
Director : Tanjim Reza 
Record Label: Holy Tune Studio 
Video Director: Alam Murshed 
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

 
Amar Mamu Khalu Nai Lyrics Bangla


আরে আমি বেকার
আমার চাকরি নাই 
মামু-খালু নাই, 
ঘুষের টাকাও নাই
 এখন কি হবে উপায়

আরে হায়,হায়,হায়
কী করবো এখন। 

চাকরি চাইরে,চাকরি চাইরে 
চাকরি নাইরে,চাকরি নাইরে,
চাকরি নাম্বার সোনার হরিণ
কথায় খুজে পাই।

আমার মামু-খালু নাই 
চাকরি আমি কেমনে পাই
কেমনে পাই।

তাই তো দেশের বোঝা হয়ে ভবো ঘুরে দিন কাটাই। 
আমার মামু-খালু নাই 
চাকরি আমি কেমনে পাই 
কেমনে পাই।

 তাই তো দেশের বোঝা হয়ে
ভবো ঘুরে দিন কাটাই।

তুই তো,তুই তো,তুই তো 
পড়াশনায় ভালো ছিলি 
বিএ এমএ পাশ দিলি। 
পড়াশনায় ভালো ছিলি 
বিএ এমএ পাশ দিলি। 
সার্টিফিকেট সবই নিলি কত খানে সিভি দিলি,
তবুও তোর চাকরি হয় না ভাই
তবুও তোর চাকরি হয় না ভাই।

আমার মামু-খালু নাই
চাকরি আমি কেমনে পাই
কেমনে পাই।
তাই তো দেশের বোঝা হয়ে
ভবো ঘুরে দিন কাটাই,
তাই তো দেশের বোঝা হয়ে 
ভবো ঘুরে দিন কাটাই। 

মামু-খালু নাই 
চাকরি আমি কেমনে পাই 
কেমনে পাই। 
তাই তো দেশের বোঝা হয়ে 
ভবো ঘুরে দিন কাটাই।
 
আবুল এ, ও আবুল কী
আবুল ধুর কথায় কমু না। 
তুই কেমনে চাকরি পেলি রোজি ক্লাসে বকা খেলি।
তুই কেমনে চাকরি পেলি 
রোজি ক্লাসে বকা খেলি। 
পাশ করলি ঠেলি-ঠুলি 
জবাব শুনে অবাক হয়ে যাই। 

এই খানে যে মা্মু-খালুর গন্ধ খুজে পাই 
এই খানে তো মা্মু-খালুর গন্ধ পাওয়া যায়।

 আমার মামু-খালু নাই 
চাকরি আমি কেমনে পাই 
কেমনে পাই। 
তাই তো দেশের বোঝা হয়ে
 ভবো ঘুরে দিন কাটাই, 
তাই তো দেশের বোঝা হয়ে 
ভবো ঘুরে দিন কাটাই। 

মামু-খালু নাই 
চাকরি আমি কেমনে পাই
কেমনে পাই। 
তাই তো দেশের বোঝা হয়ে 
ভবো ঘুরে দিন কাটাই

আহারে,আহারে,আহারে। 
স্বাধীনতার জয়ন্তীতে হয়না মেধার মূল্যায়ন 
অই মেধাবীর গরিব পিতা যাবে বলো কই এখন,
 স্বাধীনতার জয়ন্তীতে হয়না মেধার মূল্যায়ন 
অই মেধাবীর গরিব পিতা বলো  যাবে কই এখন।

ন্যায়ের মুখের সরাও ছাই
মেধার সঠিক মূল্য চাই 
মেধার সঠিক মূল্য চাই। 

আমার মামু-খালু নাই 
চাকরি আমি কেমনে পাই 
কেমনে পাই। 
তাই তো দেশের বোঝা হয়ে ভবো ঘুরে দিন কাটাই। 
মামু-খালু নাই 
চাকরি আমি কেমনে পাই কেমনে পাই।

তাই তো দেশের বোঝা হয়ে ভবো ঘুরে দিন কাটাই
তাই তো দেশের বোঝা হয়ে, ভবো ঘুরে দিন কাটাই
তাই তো দেশের বোঝা হয়ে ভবো ঘুরে দিন কাটাই। 

পড়া লেখা করে যে  গাড়ি ঘোড়া চরে সে 
এই কথাটা ছিলো নাকি বইয়েতে। 

ঠিক না বেঠিক। 

বাস্তব জিবনে পড়া লেখা কিছু না 
ফাইনালে চাকরিটা জোটে না । 

হ্যাঁ ঠিক ঠিক। 

সমাপ্ত


Watch on YouTube

২টি মন্তব্য:

Thanks For Your Comment

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ