Rasuler Prem(রাসুলের প্রেম ) Gojol is Sung by Abdullah Al Kawsar. This music video Directed by AFaruk Tahir . Rasuler Prem Lyric Written by Jubair Sifat.This Gojol published on Youtube on Jan 26, 2022.
Song Information:
Song : Rasuler Prem
Singer : Abdullah Al Kawsar
Lyric : Jubair Sifat
Tune : H Ahmed
Record Label : Holy Tune Studio
Video Director : Faruk Tahir
Rasuler Prem Lyrics:
যার প্রেমে মেতেছিল পৃথিবীর সব ,
করেছিল যার নামে পাখি কলরব ।
যার তরে এসেছিল কোরআন কিতাব,
তার মতো নেতার আজ বড়ই অভাব
যার পদধূলি পড়ে আরশে আজীম।
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম,
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম।
প্রভু গায় যার নামে দরুদের গান
এই পাপি এনেছে তাহাতে ইমান,
প্রভু গায় যার নামে দরুদের গান
এই পাপি এনেছে তাহাতে ইমান।
যার থুথু সাহাবারা মুখে নিলো গিলে
সেই প্রেম দাও প্রভু আমাদের দিলে
যার প্রেমে খুশি হন মহা-মহিন।
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম,
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম।
কেউ নেই পার পাবে সুপারিসহীন
সারাক্ষন হই তার প্রেমেতে বিলীন,
কেউ নেই পার পাবে সুপারিসহীন
সারাক্ষন হই তার প্রেমেতে বিলীন।
যার প্রেমে চায়া দেয় মেঘ আকাশে
প্রেমে যার মজে যান প্রভু আরশে
তার মতো জ্বলবেনা কোনো দিন।
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম,
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম।।
Nice gojol
উত্তরমুছুন